বাগমারায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৪, ৭:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর বাগমারা উপজেলার তেলিপুকুর গাংগোপাড়া বাজার থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম লিয়াকতুল আলম ওরফে লিটন রানা (২৯)। তার বাড়ি বাগমারার ভবানীগঞ্জ এলাকায়।



মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার দিকে বাগমারা থানা পুলিশ অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করে।
জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, একাধিক মামলার আসামি ভবানিগঞ্জের সাবেক মেয়র আবদুল মালেককে গত সোমবার গ্রেফতার করে পুলিশ। এঘটনার জেরে এলাকায় নাশকতা ও প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল তার অনুসারীরা। ভবানীগঞ্জ পৌর মেয়রের ডান হাত হিসেবে পরিচিতি এই লিটন রানা।

তিনি আরও বলেন, মঙ্গলবার রাতে ওই গ্রামে প্রকাশ্যে অস্ত্র সহ অবস্থান নেয়। লিটনের দেহ তল্লাশি করে একটি অবৈধ পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এসময় স্থানীয়দের সহযোগিতায় লিটনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় তার সাথে আর কেকে জড়িত তা জানতে লিটনকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এ নিয়ে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। বুধবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার জানান, অস্ত্র উদ্ধারে রাজশাহী জেলায় যৌথ অভিযান শুরু হয়েছে। জেলা পুলিশের সাড়ে ছয়শো রাউন্ড গুলি লুট হয়েছে, সারাদেশের বিভিন্ন থানা থেকেও অস্ত্র লুট হয়েছে। এছাড়া সরকারি নির্দেশনা মতো জেলার লাইসেন্সধারী ১৫৮ টি আগ্নেয়াস্ত্রও জমা পড়েনি। ওই সব অস্ত্র উদ্ধারে কাজ করা হচ্ছে।