বাগমারায় আওয়ামী লীগের কর্মীসহ গ্রেপ্তার পাঁচ

আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ৯:১৩ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি


রাজশাহীর বাগমারায় ডেভিল হান্টের অভিযানে আওয়ামীলীগের কর্মীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার গনিপুর ইউনিয়নের তাহের একডালা গ্রামের আ’লীগ কর্মী ইউপি সদস্য আব্দুস সোবহান (৪০), বাগমারা গ্রামের তপন কুমার সরকার (৪৮), যাত্রাগাছী গ্রামের কলেজ শিক্ষক এ কে, এম আসাদুজ্জাান আসাদ (৫০) ও চাঁইপাড়া গ্রামের শাহজাহান আলী (৪১)।

এছাড়াও একজন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

জানা গেছে, বেশ কয়েকদিন থেকে উপজেলার বিভিণ্ন এলাকায় নাশকতা করার জন্য আ’লীগের কর্মী সমর্থকেরা চেষ্টা চালিয়ে আসছে। এমন ঘটনার সন্ধ্যান পেয়ে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ডেভিল হ্যান্ট অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনী।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ