বাগমারায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ৯:০৫ অপরাহ্ণ


বাগমারা প্রতিনিধি:রাজশাহীর বাগমারায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত বারোটা এক মিনিটে উপজেলা কেন্দ্রীয় শাহদ মিনারে সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথক ভাবে পুস্প স্তবক অর্পন করে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত বারোটা এক মিনিটে উপজেলা সদর ভবানীগঞ্জস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্প স্তবক অর্পন করেন রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, বাগমারা থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, বাগমারা প্রেসক্লাব, আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন করেন। এরপর সকল শহীদের স্বরনে এক মিনিট নিরবতা পালনা করা হয়।

শেষে ১৯৫২ সালে ভাষার দাবীতে যারা অন্দোলন করতে যেয়ে শাহাদত বরন করেছেন সে সকল শহীদ ও দেশের জন্য প্রাণ দিয়েছেন এমন সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ