বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি
রাজশাহী-৪ বাগমারা আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক এর ছোট ভাই মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক (৫২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজিউন)।
চেয়ারম্যান রেজাউল হক রোববার (৯ ফেব্রুয়ারি) বিকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে মৃত্যু বরণ করেন।
মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সম্প্রতি ওই ইউনিয়নের সদস্যগণ তার বিরুদ্ধে অনাস্থা আনলে তিনি মানসিক ভাবে ভেঙ্গে পড়েন। এছাড়াও নানা বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় থাকতেন বলে জানা গেছে। এমতবস্থায় রোববারে তিনি অসুস্থ হয়ে পড়েন। বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাতে তিনি মারা যান।
সোমবার (১০ফেব্রুয়ারি) সকালে মরহুমের লাশ গ্রামের বাড়ি সাকোঁয় নিয়ে আসা হলে তাকে এক নজর দেখতে এলাকার মানুষের ভিড় করে। স্থানীয় প্রতিবেশীসহ তার অনুসারীরা অকাল মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়ে। বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শিকদারী সালেহা-ইমারত গার্লস একাডেমীর মাঠে জানাযা শেষে তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল রাজ্জাক, উপজেলা জামায়াতের সেক্রেটারী অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডা: আব্দুল বারী, গোয়ালকান্দি ইনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ খাঁন ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।