বাগমারায় জাতীয় সমবায় দিবস পালিত

আপডেট: নভেম্বর ২, ২০২৪, ৯:০২ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি


‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে রাজশাহীর বাগমারা উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২ নভেম্বর) সকালে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। আত-তাবারা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুসফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোহম্মাদ তাসনিমুল হক।

উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আত-তিজারা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ আব্দুল হালিম, জয়েন্ট সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির পক্ষে মোবারক হোসেন, বিলকালাই মৎস্যজীবি সমবায় সমিতির সম্পাদক আক্কাস আলী, বাগমারা প্রেসক্লাবের আহবায়ক আকবর আলী, সাবেক সভাপতি আফাজ্জল হোসেন প্রমূখ।

পরে প্রধান অতিথি সমবায় সমিতির কাজে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ৫টি প্রতিষ্ঠান পরিচালককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। ক্রেস্ট প্রাপ্তরা হলেন- আত-তাবারা সমবায় সমিতি লিমিটেড, সোনার বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, আলোর বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, ম্যাসেঞ্জার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, জয়েন্ট সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড।

এ বিভাগের অন্যান্য সংবাদ