রবিবার, ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় আন্তঃ ইউনিয়ন ও পৌরসভা তারুণ্যের উৎসব-২০২৫ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উত্তর একডালা মাদ্রাসা মাঠে উপজেলা প্রশাসন ও ক্রিড়া সংস্থা কর্তৃক আয়োজিত ফাইনাল খেলা ভবানীগঞ্জ পৌরসভা দল ও বাসুপাড়া ইউনিয়ন দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ভবানীগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ান লাভ করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান, জামায়াত নেতা আব্দুল আহাদ কবিরাজ, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতারুজ্জামান বল্টু, সাবেক সদস্য সচিব মোজাম্মেল হক ড্রাগন, ভবানীগঞ্জ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী লিটন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, বাসুপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুবদল নেতা তোফাজ্জল হোসেন, উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য অধ্যাপক দুলাল হোসেন প্রমূখ।
সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য আসাদুজ্জামান জুয়েল। খেলায় ম্যান অব দা ম্যাচ এর পুরস্কার লাভ করেন সুমন হোসেন। খেলায় বিজয়ীদের মাঝে ম্যাডেল, ক্রেস্ট ও ট্রফি পুরস্কার দেয়া হয়েছে।