মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা থানা পুলিশ শনিবার (২৬অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উপজেলা সদর ভবানীগঞ্জ এলাকায় গোয়ালকান্দি ইউনিয়নের যুবদল নেতা মুনসুর রহমানের ওপর অতর্কিত হামলা ও গুলি চালিয়ে হত্যা চেষ্টা মামলায় ৫জন কে গ্রেফতার করেছে।
এছাড়াও ওয়ারেন্টভূক্ত পলাতক আরো দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- গোয়ালকান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৭), তাহেরপুর পৌরসভার রসুলপুর মহল্লার আব্দুস সামাদের ছেলে মোস্তাফিজুর রহমান রুবেল (২৭), ভবানীগঞ্জ পৌরসভার সূর্য্যপাড়া মহল্লার সুমন রেজা আকছেদ (৪২), বাসুপাড়া ইউনিয়নের বালানগর পূর্বপাড়ার মৃত নাছের আলীর ছেলে আব্দুল গাফ্ফার (৫৫), গণিপুর ইউনিয়নের আক্কেলপুর গ্রামের মৃত গমির মোল্লার ছেলে কালু মোল্লা (৬০) এবং ওয়ারেন্টভূক্ত গোবিন্দপাড়া ইউনিয়নের মৃত মাদাবী সরদারের ছেলে আবুল হোসেন সরদার, গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামের মৃত সিরাজ সরকারের ছেলে আব্দুর রাজ্জাক।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের রোববার (২৭অক্টোবর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।