বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি:রাজশাহীর বাগমারায় উপজেলা বিএনপির উদ্যোগে কারা বরণকারী জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বিকেল চারটায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় ভবানীগঞ্জ বাজারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপির উপজেলা আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাষ্টার আব্দুল গাফফার, তাহেরপুর পেীর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র আবু নঈম সামসুর রহমান মিন্টু, সাধারন সম্পাদক আব্দুল আলীম বাবু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাগাতী, উপজেলা বিএনপি’র সদস্য সালাম পারভেজ, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান মাহামুদুর রহমান মিলন, হুজুর ্আলী, মকলেসুর রহমান মুকুল, আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন. ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক প্রামানিক, গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবীবুর রহমান হবি, ঝিকরা ইউনিয়ন বিএনপি’র নেতা ছমির উদ্দীন, মাড়িয়া ইউনিয়ন বিএনপি’র নেতা রফিকুল ইসলাম, অধ্যাপক দুলাল হোসেন, রাশেদুল হক ফিরোজ, মামুনুর রশীদ মামুন, জহুরুল ইসলাম, আব্দুস সালাম, যুবদল নেতা আতিকুর রহমান জর্জ, স্বেচ্ছাসেবক দল নেতা মনিরুজ্জামান মনির, মামুনুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে ৪১ জন দলীয় কারাবরনকারী নেতাকর্মীদের সংবর্ধনা দেয়া হয়।