বাগমারায় ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ২:২৩ অপরাহ্ণ


বাগমারা প্রতিনিধি :


রাজশাহীর বাগমারা উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী-২০২৫ সুষ্ঠু, সুন্দর, নির্ভুল ভাবে সম্পাদনের লক্ষ্যে গঠিত উপজেলা সমন্বয় কমিটির সভা মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) সকাল দশটর দিকে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় কর্তৃক আয়োজিত সভা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রাজ্জাক এর উপস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছবিসহ ভোটার তালিকা হালনাগাদকরন কার্যক্রম ২০২৫ এর উপজেলা সমন্বয় কমিটির আহ্বায়ক মাহবুবুল ইসলাম।

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচীর অংশ হিসেবে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভোটার রেজিস্ট্রেশন আগামী ১১এপ্রিল পর্যন্ত চলবে।
হালনাগাদকরনে সকলকে উদ্বুদ্ধকরন, গণসচেতনতা সৃষ্টি ও প্রচার কাজে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়কে সম্পৃক্তকরনের ব্যবস্থা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক বৃন্দ, সাংবাদিক, ইমাম, সিভিল সোসাইটির প্রতিনিধিসহ বিভিন্ন ক্যাটাগরির প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত সমন্বয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ