সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের নারায়ণপাড়া গ্রামে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৭ জন আহত হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে বাগমারা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে নারায়ণপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর এই দুর্ঘটনা ঘটে।
বাগমারা ফায়ার সার্ভিসের টিম লিডার ইব্রাহীম হোসেন ও হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই রতন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে দশটার দিকে নারায়ণপাড়া স্কুলের সামনে একটি ব্যাটারি চালিত ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দূর্গাপুর উপজেলার আলম (৩৫) ও একই উপজেলার সারোয়ার (২৫) নামের দু’জন গুরুতর আহত হয়।
তাদের দু’জনের পা ভেঙ্গে যায়। আহত অপর কয়েকজন ভ্যানের যাত্রী ছিল। তাদের নাম জানা যায়নি। তবে তাদের মধ্যে একজনের হাত ভেঙ্গে যায় ও মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে ভর্তি করেছে বলে জানা গেছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার জানান, ওই ঘটনায় বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।