বাগমারায় সরকার নির্ধারিত গ্যাস সিলিন্ডারের দাম মানছে না বিক্রেতারা

আপডেট: নভেম্বর ২, ২০২৪, ৮:৫৯ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি


বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ সহ আশেপাশের বিভিন্ন হাট-বাজারে বাড়তি দামে বিক্রি করা হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার। সরকার নির্ধারিত দাম মানছে না বিক্রেতারা। স্থানীয় হাট-বাজার গুলোতে অসাধু কিছু বিক্রেতা সিলিন্ডার প্রতি গ্যাসের দাম সরকার নির্ধারিত দামের চেয়ে ২০০- ২৫০ টাকা বেশি আদায় করছে বলে জানা গেছে।



অসাধু ওই ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ১২ কেজির এলপি গ্যাসের প্রতিটি সিলিন্ডার বিক্রি করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর কোন প্রতিকারের উদ্যোগে নিচ্ছে না। ফলে ভোক্তারা বাধ্য হয়েই ওই বাড়তি দামে গ্যাসের সিলিন্ডার কিনছেন।

জানা গেছে, প্রতি মাসের জন্য এলপি গ্যাসের দাম নির্ধারণ করে সরকার। একই সঙ্গে প্রতিটি দোকানে নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশিকা দেয় বাংলাদেশ এনার্জি অ্যান্ড রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবরের জন্য প্রতিটি ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৬ টাকা। এসব সিলিন্ডার বাসা-বাড়ির গৃহস্থলির কাজে বেশি ব্যবহার হয়। কিন্তু খুচরা পর্যায়ে সরকারি নির্ধারিত দাম ও মূল্য প্রদর্শনের নির্দেশনা কোনটাই মানছে না বিক্রেতারা। উল্টো সরকার নির্ধারিত দামের চেয়ে তারা ২০০- ২৫০ টাকা বেশি আদায় করছে।

উপজেলার তাহেরপুর, মোহনগঞ্জ, ভবানীগঞ্জ, মচমইল, হাটগাঙ্গোপাড়া সহ বেশ কিছু হাট-বাজার ঘুরে দেখা গেছে, এসব বাজারের কতিপয় অসাধু ব্যবসায়ী ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম নিচ্ছেন ১৬০০-১৬৫০ টাকা। আবার কোন কোন দোকানে এর চেয়েও বেশি দামে বিক্রি করা হচ্ছে।

ভবানীগঞ্জ বাজারের এক ব্যবসায়ী জানান, বর্তমানে গ্যাসের চাহিদা অনেক বেশি। কিন্তু সেই তুলনায় কোম্পানীর সাপ্লাই অনেক কম। এই অজুহাতে অনেকে বাড়তি দাম আদায় করতে পারে। দোকানে মূল্য তালিকা লাগানোর বিষয়ে জানতে চাইলে ওই ব্যবসায়ী বলেন, মূল্য চার্ট লাগানোর কথা আমাদের জানা নেই। অনেক সময় চার্ট টাঙ্গালে আমাদের লসে পড়তে হয়। ওই লস কি সরকার আমাদের পুষিয়ে দিবে পাল্টা প্রশ্ন করেন ওই ব্যবসায়ী।

একাধিক খুরচা বিক্রেতারা দাবী করেন, তাদের কাছে থেকে ডিলাররা প্রতি সিলিন্ডার ১ হাজার ৫৫০ টাকা দাম রাখেন। সঙ্গে গাড়ি ভাড়া যোগ করেন। এ জন্য তারাও বেশি দাম রাখেন। একাধিক খুরচা বিক্রেতা বলেন, তারা ডিলারদের প্রতিনিধির কাছে মেমো চাইলে তারা গ্যাস না দেওয়ারও হুমকি দেন। এখানে আমরা পরিস্থিতির শিকার। আমাদের করার কিছুই নেই।

তাদের দাবী এটা শুধু বাগমারার চিত্র নয়, গেটা বাংলাদেশের একই অবস্থা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম বলেন, সরকার নির্ধারিত দাম ঠিক রাখতে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। কেউ বেশি দাম রাখলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ