বাগমারায় স্ত্রী হত্যায় অভিযুক্ত স্বামী গ্রেফতার

আপডেট: জানুয়ারি ৩০, ২০২৪, ১২:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :বাগমারায় স্ত্রীকে শাবল দিয়ে খুঁচিয়ে হত্যায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এর আগে সোমবার (২৯ জানুয়ারি) ভোরে স্ত্রীকে হত্যা করে পলাতক ছিল সে। র‌্যাব-৫ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার স্বামীর নাম রুবেল হোসেন (২৮)। তার বাড়ি বাগমারা উপজেলার গণিপুর পূর্বপাড়া গ্রামে বাড়ি। পেশায় তিনি নির্মাণ শ্রমিক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় সাত বছর আগে একই উপজেলার বুজরুকৌড় গ্রামের ঝর্ণা আক্তার লিপিকে (২৫) বিয়ে করেন রুবেল। তাদের একটি পুত্র সন্তানও আছে। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন তিনি। তাই হতাশাগ্রস্ত হয়ে স্ত্রীর উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এছাড়াও স্ত্রী অন্য কারও সাথে সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল র‌্যাবকে জানায়, বেশ কয়েকদিন আগে স্ত্রী লিপিকে মারধর করেছিলেন। এরপর বাবার বাড়িতে তাড়িয়ে দেন তিনি। কয়েকদিন পর শ^শুরবাড়িতে গিয়ে রুবেল আবার মাফ চেয়ে স্ত্রী লিপিকে নিয়ে আসে। বাড়িয়ে নিয়ে আসার পর আবারও স্ত্রীর উপরে নির্যাতন করে রুবেল।

সোমবার (২৯ জানুয়ারি) ভোর ৫ টার দিকে লিপির সাথে কথা কাটাকাটির সময় মা ও বোনের দরজায় তালা দিয়ে আসে রুবেল। এরপর একটি শাবল দিয়ে লিপির গলা, বুক ও থুতনিতে খুঁচিয়ে হত্যা করে রুবেল। এরপর সে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় সোমবার রাতে লিপির বড়ভাই জাহাঙ্গীর আলম বাদি হয়ে বাগমারায় হত্যা মামলা করেন। এই মামলায় রুবেলকে প্রধান আসামী করা হয়েছে।

এরপরই র‌্যাব-৫ ছায়া তদন্ত করে আসামী রুবেলকে রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালী পৌরসভার মাসকাটাদিঘী এলাকা থেকে রাত ১১টার দিতে গ্রেফতার করে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) তাকে পুলিশের মাধ্যমে তাকে আদালতে চালান দিবে বলে জানিয়েছে র‌্যাব।

এ বিভাগের অন্যান্য সংবাদ