বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর এমসিএইচ-সার্সিস ইউনিট এর বাস্তবায়নে বাগমারা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এ কর্মশালার আয়োজন করে। বুধবার (৫ জুন) সকাল দশটা হতে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মাসুদ খান এর পরিচালনায় কর্মশালায় মূল সেসন পরিচালনা করেন বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল। তিনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলোতে সপ্তাহের সাত দিন এবং চব্বিশ ঘণ্টা সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা কার্যক্রম পরিচালিত হয় এমন তথ্য তুলে ধরেন। এসব বিষয়ে সকল কে সম্যক ধারণা প্রদান করেন পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল।
বক্তব্য রাখেন, উপ-পরিচালক ড. কুস্তরী আমিনা কুইন, সহকারী পরিচালক ডা. রাফিউন নাহার, সহকারী পরিচালক (সিসি) ডা. মাহাবুবুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান আলী মোল্লা, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. আশরাফুন্নেছা মমি প্রমূখ।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনীল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, সোনাডাঙ্গা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল ইসলাম তাহেরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিয়াউদ্দিন টিপু, গণিপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. মনিরুজ্জামান রঞ্জু।
কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়্যারম্যান, সংরক্ষিত আসনের নারী সদস্য এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।