বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি:বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের আলোচিত সোহাগ হত্যা মামলার সন্দেহজনক আসামি শিবলুর রহমান (৩০) কে রোববার (১১ ফেব্রুয়ারি) গ্রেফতার করেছে বাগমারা থানা পুলিশ। সে ঝিকরা ইউনিয়নের কুদাপাড়া গ্রামের বাসিন্দা। এর আগে অহিদুল ইসলাম নামের আরেক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। হত্যার পর থেকেই এলাকাবাসীর মাঝে আতংক দেখা দেয়।
জানা যায়, গত ২ জানুয়ারি উপজেলার ঝিকরা ইউনিয়নের মরুগ্রামের ডাঙ্গাড়ায় স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার নিয়ে চরমপন্থী দুই দলের সদস্যদের সংঘর্ষ হয়। সংঘর্ষে যশোর জেলার মনিরামপুর এলাকার সোহাগ নামের এক যুবক নিহত হন। ওই ঘটনায় ২ জানুয়ারি সোহাগের ভাই সাইফুল ইসলাম সাগর বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শিবলুর রহমানকে ওই মামলায় গ্রেফতার করা হয়েছে বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ভাগনদী পুুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নয়ন হোসেন বলেন, শিবলুর রহমান কে হত্যার সাথে জড়িত থাকায় গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।