মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারার দেউলিয়া রানী রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আশিকুর মাহমুদ (১৮) নামে এক স্কুল ছাত্র ১২দিন থেকে নিঁেখাজ রয়েছে। সে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেউলিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। এ ঘটনায় গত শনিবার (৫ অক্টোবর) বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আশিকুর মাহমুদ রানী রিভার ভিউ স্কুল থেকে গত বছর এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হয়। এবারে আবারো পরীক্ষায় অংশ গ্রহণ করার কথা। কিন্তু গত ২৬ সেপ্টেম্বর বেলা আনুমানিক সাড়ে ৫টার দিকে পরিবারের অন্যান্য সদস্যেদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যায়। ওই দিন রাত পর্যন্ত সে বাড়িতে ফিরে না আসায় পর দিন তার পিতা মান্নান হোসেন বিভিন্ন নিকট আত্মীয়ের বাড়িতে গিয়ে ও বিভিন্ন স্থানে মোবাইল করে পুত্রের সন্ধান লাভে ব্যর্থ হয়।
গত ১১ দিন যাবৎ তাকে খোাঁজাখুজি করে না পেয়ে গত শনিবার থানায় গিয়ে পুত্রের সন্ধানের আশায় সাধারন ডাইরী করেন। নিখোঁজ আশিক মাহমুদের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি। তার গায়ের রং শ্যামলা। মুখ মন্ডল গোলাকার। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল ফুল প্যান্ট ও সাদা সার্ট। কোন সুহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে তার পিতা আব্দুল মান্নান হোসেন মোবাইল নং ০১৭৫-১৩৬২২৪২ নম্বরে জানাতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
এ ব্যাপারে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ছেলেটির সন্ধানে বিভিন্ন থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে।