বাগমারার তাহেরপুরে দিনব্যাপী হোন্ডা উৎসব অনুষ্ঠিত

আপডেট: মে ১৪, ২০২৫, ১১:১৬ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি:


রাজশাহীর তাহেরপুর হাই স্কুল মাঠে বুধবার (১৪ মে) অনুষ্ঠিত হলো হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড-এর আয়োজিত দিনব্যাপী ঝচ১২৫ উৎসব। বাইকপ্রেমী ও স্থানীয় জনগণের সরব অংশগ্রহণে এই আয়োজন পরিণত হয় এক আনন্দঘন অনুষ্ঠানে।

উৎসবের প্রধান আকর্ষণ ছিল নতুন ঝচ১২৫ মডেলের টেস্ট রাইড, যেখানে আগত অতিথিরা বাইকটি চালিয়ে, এর পারফরম্যান্স নিজে দেখে নেওয়ার সুযোগ পান। হোন্ডা মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে সার্ভিসিং প্রদান করা হয়, যা স্থানীয় গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

দিনব্যাপী এই আয়োজনে ছিল বিভিন্ন মজার এক্টিভিটি যেমন জিগজ্যাগ রাইড, স্লো রাইডিং, ডার্ট ছোড়া, বাস্কেট বল এবং র‌্যাফেল ড্র। মজার এক্টিভিটিগুলোতে অংশগ্রহণ করে বিজয়ীরা লাভ করেন আকর্ষণীয় পুরস্কার। অনুষ্ঠানের শেষাংশে অনুষ্ঠিত হয় একটি প্রাণবন্ত সঙ্গীতানুষ্ঠান, যা সকলের জন্য উন্মুক্ত ছিল এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড-এর জেনারেল ম্যানেজার গৎ. ঐরৎড়হড়ৎর করলরসধ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তারা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং হোন্ডার উন্নত গ্রাহকসেবা ও প্রযুক্তিনির্ভর সমাধানের বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড হোন্ডা প্যালেস-এর স্বত্বাধিকারী তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র এবং পৌর বিএনপি সভাপতি আবু নঈম সামছুর রহমান মিন্টু। যিনি স্থানীয় পর্যায়ে হোন্ডার অথরাইজড ডিলার।
এই আয়োজনের সার্বিক সহযোগিতা, সমন্বয় ও ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করে ইউনাইটেড হোন্ডা প্যালেস তাহেরপুর।

এ বিভাগের অন্যান্য সংবাদ