শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার বাইগাছা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কর্তৃক গোপনে এডহক কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে স্কুলের সামনে সড়কের দুই পাশে দাঁড়িয়ে এই মানববন্ধন কর্মসুচী পালন করেন স্কুলের শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার বিভিন্্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধন শেষে স্কুলের প্রধান গেটের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য দেন- রাজশাহী জর্জ কোর্টের এপিপি অ্যাডভোকেট নাসির উদ্দিন, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি রহিদুল ইসলাম, শিক্ষার্থী অভিভাবক সাহাবুর রহমান, শরিয়ত উল্লাহ, আমিনুল ইসলাম, নাজমুল হক নাজু ও ময়নুল ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন- প্রধান শিক্ষক মকবুল হোসেন আ.লীগের শাসন আমলে স্কুলের বিভিন্ন পদে শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়ে প্রায় ৭০ লক্ষ টাকা আত্নসাৎ করেছেন। এ কারণে নিজের দুর্নীতি থেকে বাঁচতে তিনি কারো কোনো মতামত না নিয়েই নিজের পছন্দ মত কমিটি গঠনের চেষ্টা করছেন। এছাড়াও কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে মিথ্যা অভিযোগে এর আগে মানববন্ধন করার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় অভিভাবকরা।
এদিকে প্রধান শিক্ষক মকবুল হোসেনকে দ্রুত অপসারণের দাবিতে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন ৭০ লক্ষ টাকা আত্নসাতের অভিযোগ অস্বীকার করে বলেছেন, এখনো পুর্নাঙ্গ কমিটি গঠন হয়নি। তবে এ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়া চলছে এবং তা সকলের মতামত নিয়েই করা হবে।