বাগমারার শিকদারীতে আগুনে পুড়লো ‘স’ মিল

আপডেট: ফেব্রুয়ারি ১, ২০১৭, ১২:০৯ পূর্বাহ্ণ

বাগমারা প্রতিনিধি


রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের শিকদারী বাজার সংলগ্ন সাঁকোয়া গ্রামের জাবেদ আলীর স’মিলে গত সোমবার রাতে আগুন লাগে। এসময় একটি শ্যালো মেশিন, স’মিলের করাত মেশিন, বিভিন্ন প্রকার কাঠ পুড়ে যায়। রাত প্রায় পৌনে বারোটার দিকে ওই মিলে আগুন লাগে বলে জানা যায়। খবর পেয়ে দ্রুত বাগমারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। জাবেদ আলীর ছেলে সাইফুল ইসলাম জানান, রাত পৌনে বারোটার দিকে প্রতিবেশীর কাছ থেকে ফোনে জানতে পারেন তাদের মিলে আগুন লেগেছে। খবর পেয়ে এসে দেখেন মিলে আগুন জলছে। তিনি দাবী দাবী করেন প্রায় তিন চার লাখ টাকার ক্ষতি হয়েছে। বাগমারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ ইব্রাহিম হোসেন জানান, স’মিলের সঙ্গেই একটি বৈদ্যুতিক মিটার রয়েছে। সেখান থেকেই হয়তো সর্ট সার্কিটের কারনে আগুন লাগতে পারে। অপরদিকে খবর পেয়েই বাগমারা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।