মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি
সারা দেশের ন্যায় বাগমারা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে গতকাল মঙ্গলবার সকালে মাদকবিরোধী প্রচারণা মূলক কর্মসূচি পালন করা হয়েছে। সকালে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ও শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচন সভার আয়োজন করা হয়।
গতকাল সকাল ১১টার দিকে দিকে বাগমারা ডিগ্রী কলেজের উদ্যোগে মাদকবিরোধী র্যালি, আলোচনাসভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম রাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মাদকবিরোধী সভায় সচেতনামূলক বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল কবির, ছাত্র রোকন, আরিফুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলা সদরের ভবানীগঞ্জ কলেজের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অধ্যক্ষ হাতেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক ম-ল, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মাহাবুর রহমান ও সিরাজ উদ্দীন সুরুজ, জেলা পরিষদের সদস্য মাহমুদুর রহমান রেজা। বাগমারা পাইলট উচ্চবিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনসভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার। মাদকবিরোধী বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক দিলরোবা আফরোজ শিরিন, হালিমুজ্জামান মুকুল, বেলাল হোসেন প্রমুখ।
অপরদিকে আলোকনগর মহিলা স্কুন্ড কলেজে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন, সহকারী অধ্যাপক কৃষ্ণা প্রামানিক, প্রভাষক মোস্তাফিজুর রহমান ভুট্ট, সহকারী প্রধান শিক্ষক রাশেদুল হক ফিরোজ, শিক্ষক ইদ্রিস আলী প্রমুখ। এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এসব কর্মসূচি পালন করা হয়।