বাগমারায় অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: ডিসেম্বর ৩, ২০১৬, ১২:০২ পূর্বাহ্ণ

বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে অ্যালকোহলসহ মিজানুর রহমান মিজান (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাগমারা থানার পুলিশ ১২ বোতল অ্যালকোহলসহ মিজানকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল গ্রামের আবুল হোসেনের ছেলে মিজানের বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদ পেয়ে গতকাল শুক্রবার জুমা’র নামাজের পর তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাড়ির শিমের মাচায় একটি প্যাকেটে রাখা ১২ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয় ও মিজানকে গ্রেফতার করে থানায় নেয় পুলিশ। এলাকাবাসী জানায়, মিজান দীর্ঘদিন থেকে বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল। পুলিশ এর আগেও মাদকসহ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
এ ব্যাপারে বাগমারা থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান আসাদ জানান, এ বিষয়ে বাগমারা থানায় মামলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ