বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় আইন শৃঙ্খলা, নাশকতা ও সন্ত্রাসবিরোধী এবং ভিজিডি কর্মসূচির উপকার ভোগী বাছাই ও নির্বাচন সংক্রান্ত এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন, বাগমারার থানার ওসি সেলিম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহার আলী, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর রহমান, গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যান বিজন কুমার সরকার, শুভডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম, বাসুপাড়া ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, গনিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, আউচপাড়া ইউপি চেয়ারম্যান সরদার জান মোহাম্মদ, মাড়িয়া ইউপি চেয়ারম্যান আসলাম আলী আসকান, কাচারী কোয়ালীপাড়া ইউপি চেয়ারম্যান আয়েন উদ্দীন প্রমুখ। বক্তারা উপজেলার সকল এলাকা থেকে মাদক নির্মূলের জন্য এলাকার জনগণকে সহযোগিতা করার আহবান জানান।