বাগমারায় আ’লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

আপডেট: নভেম্বর ১৩, ২০২৩, ১০:৩৫ অপরাহ্ণ


বাগমারা প্রতিনিধি:


রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের মানবাধিকার লঙ্ঘন, অবৈধ হরতাল ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে মোহনগঞ্জ বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পরে মাদারীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে। মাদারীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে উত্তরপাড়ায় এসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার বিএসসি, কার্যকরি কমিটির সদস্য জাহেদুর রহিম মিঠু, জাফর আহম্মেদ শিমুল, মিজানুর রহমান, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ইসাহাক আলী, অধ্যাপক শীতেন্দ্রনাথ প্রামানিক, মাস্টার ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, সহ প্রচার সম্পাদক, আব্দুল মতিন, সদস্য সুকেশ কুমার, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাজাহান আলী, সাধারণ সম্পাদক শামীম মৃধা প্রমুখ।

এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ