সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও ভবানীগঞ্জ পৌর আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক প্রয়াত মুক্তিযোদ্ধা হারান বৈরাগীর স্ত্রী শ্রমিতি গীতা রানী (৬০) গত শুক্রবার সন্ধায় মৃত্যুবরণ করেছেন (ইন্নলিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই মেয়ে এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাকে গতকাল শনিবার দুপুরে ভবানীগঞ্জ হিন্দুপাড়া শ^শানে সমাধিস্থ করা হয়। তিনি দীর্ঘদিন ধরে কিডনী জনিত সমস্যায় ভুগছিলেন। গত সপ্তা চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফেরার পথে হিলি বর্ডার এলাকায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তার মৃত্যুতে উপজেলা আ’লীগের পক্ষে আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাকিরুল ইসলাম সান্টু শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।