শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা দেওয়ায় প্রত্যাহার করা হয়েছে তাহেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জিলালুর রহমানকে। শনিবার (২ ডিসেম্বর) রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান বাগমারার তাহেরপুর পুলিশ ফাঁড়ি থেকে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করেন।
জানা গেছে, তাহেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিলালুর রহমান আরেক এসআই রাশেদকে নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদকে সংবর্ধনা দেন তিনি। সোমবার (২৭ নভেম্বর) তিনি ফুলেল শুভেচ্ছা জানান। ছবিটি শুক্রবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জেলা পুলিশের নজরে আসলে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
প্রার্থীর প্রতি এমন দরদ পুলিশ সদস্যের সুনামকে নষ্ট করবে বলে মনে করেন বিশিষ্টজনরা। এমন ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে অবহেলার পরিচয় বহন করে। দলীয় প্রার্থীকে পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছিলেন সাধারণ ভোটাররা।
ঘটনাটি ভাইরালের ২৪ ঘণ্টার মধ্যেই এসআই জিলালুর রহমানকে জেলা পুলিশ লাইন্স-এ ক্লোজড করে নেয়া হয়। তবে তার সাথে থাকা আরেক এসআই রাশেদকে এখনো ক্লোজড করা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কেএইচএম এরশাদ।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে কোনো প্রার্থীকে এভাবে ফুলেল শুভেচ্ছা জানাতে পারেন না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও সকল থানার পুলিশ সদস্যদের সতর্ক করা হয়েছে।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘আমি এসআই জিলালুরের সঙ্গে কথা বলেছি। সে দাবি করেছে যে, ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ছবিটা পুরনো। তবে যেহেতু একটা বিতর্ক সামনে এসেছে, সেই কারণে তাকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়েছে। সে ইতোমধ্যে ফাঁড়ি থেকে চলে গিয়ে পুলিশ লাইন্সে যোগ দিয়েছে।’
রাজশাহী-৪ আসনে ২০০৮ সাল থেকে পর পর তিনবার আওয়ামী লীগের মনোনয়নে এমপি হয়েছেন এনামুল হক। একের পর এক নারী কেলেঙ্কারীতে বিতর্কিত হয়ে ওঠা এই নেতা এবার দলের মনোনয়ন পাননি। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।