শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
রাশেদুল হক ফিরোজ, বাগমারা
আজ সোমবার রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে অনিয়ম ও সহিংসতা এড়াতে ব্যাপক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
জানা যায়, বাগমারায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৪ জন, সাধারণ সদস্য পদে ৪৩৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল রোববার উপজেলার সকল ইউনিয়ন পরিষদের ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বক্স পাঠানো হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন সমন্বয় কমিটির সমন্বয়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার। বাগমারা উপজেলায় ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ লাখ ৪২ হাজার ৫২৪ জন ভোটার ১৪৫টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উপজেলায় পুরুষ ভোটার ১ লাখ ২০ হাজার ৪৩১ জন ও নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৯৩ জন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে ভোট প্রয়োগের সকল ব্যবস্থা সম্পূর্ণ করা হয়েছে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানিয়েছেন।
চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, বড়বিহানালী ইউনিয়নের আ’লীগের রেজাউল করিম রেজা, বিএনপি’র মাহামুদুর রহমান মিলন, স্বতন্ত্র হাসিনা ইসলাম, কাচারী কোয়ালীপাড়ায় আ’লীগের আয়েন উদ্দীন, বিএনপি’র আবদুল গাফফার মাস্টার, জাতীয় পার্টির মোজাম্মেল হক, স্বতন্ত্র আবদুস সামাদ প্রাং ও আবদুস সামাদ, শুভডাঙ্গায় আ’লীগের আবদুল হাকিম, বিএনপি’র আবদুল জলিল ও জাতীয় পার্টির আবদুস সাত্তার, আউচপাড়ায় আ’লীগের সরদার জান মোহাম্মদ, বিএনপি’র ডিএম শাফিকুল ইসলাম, জাতীয় পার্টির আবদুর রাজ্জাক, স্বতন্ত্র শহিদুল ইসলাম, আবু আবদুল¬া মো. আসাদুল¬, মাহাবুর রহমান ও রানা রহমান, মাড়িয়ায় আ’লীগের আসলাম আলী আসকান, বিএনপি’র রফিকুল ইসলাম, স্বতন্ত্র আকবর আলী, শাহজাহান আলী, রেজাউল করিম, হামিরকুৎসায় আ’লীগের শাফিকুন্নাহার, বিএনপি’র আহসান হাবিব রুমি, জাতীয় পার্টির মোহাম্মাদ আলী খামারু, স্বতন্ত্র আনোয়ার হোসেন, দ্বীপপুরে আ’লীগের বিকাশ চন্দ্র ভৌমিক, বিএনপি’র মতিউল আলম ও স্বতন্ত্র মকলেছুর রহমান, গনিপুরে আ’লীগের এসএম এনামুল হক, বিএনপি’র মনিরুজ্জামান রঞ্জু, জাতীয় পার্টির আফছার আলী, স্বতন্ত্র হারুন অর রশীদ, বাসুপাড়ায় আ’লীগের মাস্টার লুৎফর রহমান, বিএনপি’র জিল্লুর রহমান ও স্বতন্ত্র আবদুল জব্বার মন্ডল, গোয়ালকান্দিতে আ’লীগের আলমগীর সরকার, জাতীয় পার্টির নাছির উদ্দীন, ওয়ার্কাস পার্টির জিতেন্দ্রনাথ, স্বতন্ত্র আবদুর রাজ্জাক, আফরোজা বিবি, আবদুস সালাম, আবদুল লতিফ, শ্রীপুরে আ’লীগের মকবুল হোসেন মৃধা, বিএনপি’র আকবর আলী মলি¬ক, স্বতন্ত্র হাবিবুর রহমান, গোবিন্দপাড়ায় আ’লীগের আল মামুন, বিএনপি’র আশরাফুল ইসলাম, স্বতন্ত্র হাবিবুর রহমান, মুহা. আবদুল কাফি ও বিজন কুমার সরকার, সোনাডাঙ্গায় আ’লীগের অধ্যক্ষ আজহারুল হক, বিএনপি’র অ্যাড. মোজাফফর হোসেন, জাতীয় পার্টির অহিদুল ইসলাম, নরদাশে আ’লীগের গোলাম শফি কামাল বাবুল, বিএনপি’র মতিউর রহমান মতিন, স্বতন্ত্র আবদুর রশীদ মাস্টার, যোগীপাড়ায় আ’লীগের মোস্তফা কামাল, বিএনপি’র আরিফুল ইসলাম রনি, স্বতন্ত্র এমএফ মাজেদুল ইসলাম, ঝিকড়ায় আ’লীগের আবদুল হামিদ ফৌজদার, বিএনপি’র সাইদুজ্জামান রতন, স্বতন্ত্র ইব্রাহিম হোসেন।
গত ৭ মে চতুর্থ ধাপে বাগমারা উপজেলার ১৬ ইউনিয়নে এক যোগে নির্বাচন অনুষ্ঠিত হবার দিন নির্ধারণ ছিল। সকল প্রস্ততি শেষে নির্বাচনের দুইদিন পূর্বে ৫ মে অনিয়ম ও সহিংসতার আশঙ্কায় নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করেন। নির্বাচন কমিশনের আদেশক্রমে পুনরায় নির্বাচন কমিশন উপজেলার ১৬টি ইউনিয়নে মনোনয়নপত্র সংগ্রহসহ প্রার্থিতা প্রত্যাহার শেষে ৩১ অক্টোবর ইউনিয়ন পরিষদ নির্বাচন সময়সূচি নির্ধারণ করেন। তবে জানা গেছে, নির্বাচনী এলাকায় সহিংসতা এড়াতে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, এবারের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। কোন রকম অনিয়ম ও সহিংসতার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।