রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি পর্যায়ে বিনামূল্যে বই বিতরণের এক মাস পেরিয়ে গেলেও মাদরাসা পর্যায়ের এবতেদায়ী শাখার পঞ্চম শ্রেণির শত শত শিক্ষার্থীরা গণিত বইটি হাতে না পাওয়ায় বিপাকে পড়েছে। এই অবস্থায় শিক্ষার্থী ও অভিভাবকরা দুঃশ্চিন্তার মধ্যে রয়েছে করে বই পাওয়া যাবে। তারা দিনের পর দিন স্কুলে গিয়ে ধর্ণা দিয়েও বই পাচ্ছেন না।
এবতেদায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অন্য বিষয়ের সকল বই হাতে পেলেও শুধু গণিত বইটি হাতে না পাওয়ায় শিক্ষার্থীরা অনেক পিছিয়ে যাচ্ছেন। তবে বই না পাওয়ার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারছেন না উপজেলা মাধ্যমিক শিক্ষা দফতর।
ভবানীগঞ্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ জিল্লুর রহমান বলেন, সরকারের বিনামূল্যের বই তার মাদরাসার সরবরাহ করা হয়েছে জানুয়ারি মাসের শুরুতেই এবং সেই বইগুলো যথাযতভাবে শিক্ষার্থীদের মাঝে বিতরণও করা হয়েছে। তবে ওই সময় এবতেদায়ী শাখার পঞ্চম শ্রেণির গণিত বইটি তারা না পাওয়ায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা সম্ভব হয় নি। ওই সময় তিনি বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানালে তিনি গণিত বইটি অল্পদিনের মধ্যে এসে যাবে বলে তাকে আশ^স্থ করেন। তার আশ^াসের এক মাস পেরিয়ে গেলেও গনিত বইটি না পৌঁছায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এর ফলে দেশের অন্য অঞ্চলের শিক্ষার্থীদের চেয়ে বাগমারার শিক্ষার্থীরা গণিত বিষয়ে অনেক পিছিয়ে যাবে। শেষ পর্যন্ত বইটি এসে পৌঁছালেও তখন বাগমারার শিক্ষার্থীরা তাদের ঘাটতি পূরণ করতে হিমশিম খাবে। গণিতের মতো একটি কঠিন বিষয়ে শিক্ষার্থীরা প্রত্যাশিত ফলাফল করতেও ব্যর্থ হবে। গণিত বই না পাওয়ার বিষয়ে একই অভিযোগ করেন বালানগর ফাজিল মাদরাসার অধ্যক্ষ আইনুল হক ও যাত্রাগাছি ফাজিল মাদরাসার অধ্যক্ষ নুরুল ইসলাম। বইটি কবে কখন এসে পৌঁছাবে এমন বিষয়ে তারা ধোঁয়াশার মধ্যে রয়েছেন উল্লেখ করে বলেন, গণিত বইটির জন্য শিক্ষার্থীদের প্রবল চাপে তারা প্রায় প্রতিদিন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দফতরে ধর্ণা দিয়েও কোন আশানুরুপ খবর জানতে পারেন নি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মোস্তাফিজুর রহমান বলেন, শুরুতেই প্রকাশনী থেকে দু’একটি বিষয়ে কিছু বই কম সরবরাহ করা হয়েছে। তবে বাগমারায় এবতেদায়ী পর্যায়ের পঞ্চম শ্রেণির গণিত বইটি একবারে সরবরাহ না হওয়ার বিষয়ে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, এমনটি হওয়ার কথা নয়। দ্রুত বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে।