শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি
আগামী ১৮ ডিসেম্বর রোববার বাগমারা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে মহান বিজয় দিবসের ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার গনিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আ’লীগ ও অঙ্গসংগঠন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে আ’লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আ’লীগের সভাপতি জোবায়েদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুস সোবহানের পরিচালনায় সভায় বক্তব্য দেন, আ’লীগ নেতা আবদুর রহিম গোলাপ, আশরাফুল ইসলাম, আবদুর রাজ্জাক, বেলাল হোসেন, জালাল উদ্দীন, শামীম আহম্মেদ, কামাল হোসেন, শরিফুল ইসলাম, কাবুল রানা, শাহাবুর রহমান, শামীম হোসেন, খোরশেদ আলম, আনিছার রহমান ও হাসান আলী প্রমুখ। সভায় আগামী ১৮ ডিসেম্বরের সকল প্রকার খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের নিদের্শ দেয়া হয়। এছাড়াও ওই দিনের অনুষ্ঠান সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে ২১ সদস্যের একটি পরিচালনা কমিটি গঠন করা হয়।