বাগমারায় কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

আপডেট: জুলাই ২৭, ২০১৭, ১২:৫৫ পূর্বাহ্ণ

বাগমারা প্রতিনিধি


বাগমারা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে যুবলীগের প্রস্তুতিমূলক সভায় অতিথিবৃন্দ-সোনার দেশ

রাজশাহীর বাগমারায় আগামী ২৯ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে উপজেলা যুবলীগের প্রস্তুতিমূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সুফলভোগীদের নিয়ে আয়োজিত এক সমাবেশে তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য দেন বাগমারার সাংসদ ইঞ্জি. এনামুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা আ’লীগের যুগ্মসাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক এসএম খালেদ ওয়াসিদ কেটু, জেলা যুবলীগের সাবেক যুগ্মসম্পাদক আনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াসিম রেজা লিটন, জেলা যুবলীগ নেতা মোবারক হোসেন মিলন, সাহাদৎ হোসেন পিন্টু, মোক্তার হোসেন, মোস্তাক আহম্মেদ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাগমারা উপজেলা যুবলীগের সহসভাপতি আবদুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইদুর আফসার, যুগ্মসাধারণ সম্পাদক আবদুল আজিজ লিটন, ভবানীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি ফেরদৌস প্রামানিক, যোগীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুর রহমান মিঠু, ঝিকড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, বাসুপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুর রহমান, গনিপুরের যুবলীগ সভাপতি সানোয়ার হোসেন, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ, ছাত্রলীগ নেতা জেবাল, নাহিদ, আসাদুল প্রমুখসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সম্পাদক ও উপজেলা কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ