বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার কর্নিপাড়া মহল্লায় এক গৃহবধূকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। দেবর বাবলুর রহমান বাবু, তার মা ও খালাসহ এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। আহত ওই গৃহবধূকে উদ্ধার করে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় গৃহবধূ আদরী বিবি বাদী হয়ে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার কর্নিপাড়া মহল্লার সিএনজি চালক আবদুুল মান্নানের স্ত্রী আদরী বিবির (২০) সাথে শ্বাশুড়ি হামিদা বেওয়ার বিরোধ চলে আসছিল। এ কারণে গত সোমবার সকালে আবদুুল মান্নান তার স্ত্রী আদরী ও দেড় বছরের এক ছেলেকে শয়ন ঘরে আটকে রেখে তালা দিয়ে তিনি গাড়ী চালাতে চলে যান। এ সুযোগে হামিদা বেওয়া, ছেলে বাবলুর ও হামিদার বোন আমিনা বেগম মান্নানের শয়ন ঘরের জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আদরীকে বেধড়ক মারপিট শুরু করে। এক পর্যায়ে আদরী ঘরের জানালা টপকিয়ে পালিয়ে যাওয়ার সময় হামিদার বোন আমিনা তাকে ধরে ফেলে এবং মারপিট করে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে দেবর বাবলুর, মা হামিদা ও খালা আমিনা পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত আদরীকে উদ্ধার করে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। ওই ঘটনায় আদরীর সাথে থাকা দেড় বছরের শিশুটিও আহত হয়েছে বলে জানা গেছে। বাবলু, তার মা হামিদা ও খালা আমিনার বিরুদ্ধে আদরীকে একাধিকবার নির্যাতনের অভিযোগ রয়েছে বলে এলাকার লোকজন জানিয়েছেন। আদরীর স্বামী মান্নান অভিযোগ করে বলেন, গ-গোলের ভয়ে আমি আমার স্ত্রী ও শিশু সন্তানকে ঘরে আটকে রেখে চলে গেছি। তারা পরিকল্পিত ভাবে আমার ঘরের জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আমার স্ত্রী ও শিশু সন্তানটিকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে, আমি এই অত্যাচারের বিচার দাবি করছি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।