মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাইসাইকেলগুলো গ্রাম পুলিশদের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার জানান, গ্রাম পুলিশদের সরকারি কাজে সহযোগিতা ও যাতায়াতের সুবিধার্তে উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের ১৬০ জন গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বাইসাইকেল বিতরণের সময় উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা নির্বাহী অফিসার নাছীরন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন, বাগমারা থানার অফিসার্স ইনচার্জ সেলিম হোসেন, ভবানীগঞ্জ পৌর মেয়র আবদুল মালেক মন্ডল, উপজেলা পরিষদের ভাইস রেজাউল করিম রুবল, পল্লী উন্নয়ন কর্মকর্তা একেএম সানাউল হক, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, মকবুল হোসেন মৃধা, আসলাম আলী আসকান, আলমগীর হোসেন সরকার, মকলেছুর রহমান দুলাল, আবদুল জব্বার মন্ডল, আনোয়ার হোসেন, আবদুল হামিদ ফৌজদার, আবদুল হাকিম, মতিউর রহমান মতিন, বিজন কুমার সরকার, আয়েন উদ্দীন, সরদার জান মোহম্মাদ, কামাল হোসেন, অধ্যক্ষ আজহারুল হক, মাহামুদুর রহমান মিলনসহ উপজেলার সকল সরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।