বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি
বাগমারার গনিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আ’লীগের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শনিবার বিকেলে বাগমারা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় বাগমারা বাজারপাড়া নাইট রাইজার ও উত্তরপাড়া রেঞ্জার ক্লাব অংশ গ্রহন করে। খেলায় উত্তরপাড়া রেঞ্জার ক্লাব ১-০ গোলে বাজার পাড়া নাইট রাইজারকে পরাজিত করে চাম্পিয়ন হয়। খেলা শেষে ওয়ার্ড আ’লীগের সভাপতি জোবায়েদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সোবহান মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু। বিশেষ অতিথি ছিলেন, জেলা আ’লীগের অন্যতম সদস্য আ্ব্দুস সামাদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন, উপজেলা আ’লীগের সহসভাপতি মকবুল হোসেন মৃধা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাহার আলী কমান্ডার, যুগ্ম সম্পাদক মাহাবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দীন টিপু, বাগমারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম রাবু, বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার বিএসসি, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাইদুর আফছার, উপজেলা সেচ্ছাসেবক লীগ সহসভাপতি ইমরান হোসেন স্বর্নকার, টেকনিক্যাল এন্ড ভোকেশনাল স্কুলের সুপারিন্টেন্ডেট এসএম মজিবুর রহমান, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ।