বাগমারায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

আপডেট: জানুয়ারি ২, ২০২৪, ১০:২১ অপরাহ্ণ


বাগমারা প্রতিনিধি:


সমাজসেবায় গড়বো দেশ’ স্মার্ট হবে বাংলাদেশ’ এমন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহীর বাগমারায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২ডিসেম্বর) জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে উপজেলা অফিস চত্বর হতে সকাল সাড়ে ১০ টায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রদান প্রধান রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার উজ্জল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়াম্যান ও রাজশাহী জেলা আ’লীগের সভাপতি অনিল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্বামাম মাহমুদা, একাডেমিক সুপার ভাইজার ড. মুহাম্মদ আব্দুল মমীত প্রমূখ।

এসময় উপজেলা বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ