বাগমারায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

আপডেট: জানুয়ারি ২৩, ২০১৭, ১২:০৬ পূর্বাহ্ণ

বাগমারা প্রতিনিধি


রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে ২০১৬ সালের জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল রোববার মচমইল বহুমুখী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অনিল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মচমইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা। মচমইল বহুমুখী উচ্চবিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষা অফিসার গোলাম রহমান, কবি অধ্যাপক মালেক মেহমুদ, প্রবীণ ব্যক্তিত্ব আহাদ আলী সরদার, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম, মচমইল  উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দীন খাঁন, মচমইল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. আলী হাসান, মচমইল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার সরকার, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী মরিয়ম বেগম, ইউপি সদস্য আব্দুল করিম, আবেদ আলী, মাহাবুর রহমান, সুকমল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার প্রমুখ।
অনুষ্ঠানে শুভডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।