বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার কসবা বাজারে বেসরকারি সংস্থা জীবন উন্নয়ন ফাউন্ডেশন পরিচালিত জীবন উন্নয়ন স্কুলের শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতেই নতুন বই তুলে দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জীবন উন্নয়ন স্কুল মাঠে শিক্ষার্থীদের হাতে নতুন বই ও হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়।
উপজেলা সমাজ সেবা অফিসার লাইজু রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত বই ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার খলিলুর রহমান, বাগমারা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী সরকার, জীবন উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোপাল মহন্ত, শাখা ব্যবস্থাপক মিলন কুমার, হিসাব রক্ষক ঝরনা রানী, সহকারী হিসাব রক্ষক মিলন রহমান, মাঠ কর্মী হাবিবুর রহমান, মিঠন কুমার, বিদ্যালয়ের শিক্ষিকা লিপি আক্তার, আফরোজা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই ও একশ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।