শুক্রবার, ১ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১৭ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর বাগমারায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবির) তালিকাভুক্ত এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মাহমুদ হাসান (৫০)। তিনি উপজেলার রামরামা গ্রামের মৃত দ্বীন মোহাম্মদের ছেলে।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহমেদ জানান, গতকাল শুক্রবার ভোরে মাহমুদ হাসানকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মাহমুদ পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। বেশকিছু দিন ধরে তিনি আত্মগোপনে থাকলেও সম্প্রতি এলাকায় ফিরে তিনি সাংগঠনিক তৎপরতা শুরু করেছিলেন।
ওসি জানান, জেএমবি সদস্য মাহমুদের নামে থানায় আগে থেকেই মামলা আছে। সে মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।