বাগমারায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন আজ

আপডেট: জানুয়ারি ৯, ২০১৭, ১২:০৫ পূর্বাহ্ণ

বাগমারা প্রতিনিধি


বর্তমান সরকারের সময়ে দেশের বিভিন্ন স্তরের উন্নয়ন মূলক কর্মকান্ডের উপরে ভিত্তি করে উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে বাগমারায় আজ সোমবার উন্নয়ন মূলক মেলার উদ্বোধন করা হবে। তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার। বাগমারায় উন্নয়ন মূলক মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মত্তি জ্ঞাপন করেছেন, রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। উন্নয়ন মূলক মেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, এনজিওসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহন করবেন। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আলমগীর হোসেন বলেন, সোমবার থেকে সরকারের উন্নয়ন মূলক কর্মকা-ের উপরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু উন্নয়ন মেলার উদ্বোধন করবেন।