বাগমারায় দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন ।। সভাপতি মডি সম্পাদক অহিদুল

আপডেট: ডিসেম্বর ১৮, ২০১৬, ১২:০৭ পূর্বাহ্ণ

বাগমারা প্রতিনিধি



রাজশাহীর বাগমারা উপজেলায় দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় দলিল লেখক সমিতির নিজস্ব কার্যালয় ভবানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহসভাপতি পদে ২ জন, যুগ্ম সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে সৈয়দ রফিকুল ইসলাম মডি ৭২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবু বকর সিদ্দিক পেয়েছেন ২৬ ভোট। সাধারণ সম্পাদক পদে অহিদুল ইসলাম ৭০ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহাঙ্গীর আলম পেয়েছেন ৪০ ভোট। সহসভাপতি পদে আবুল কাশেম ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খন্দকার আশরাফুল ইসলাম। যুগ্মসাধারণ সম্পাদক পদে রইছ উদ্দীন ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সজিবর রহমান পেয়েছেন ৪১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ইদ্রিস আলী ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আকরাম হোসেন পেয়েছেন ২৯ ভোট। ১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, নইমুদ্দিন, দেলোয়ার হোসেন দিলবর, আফজাল হোসেন, আমজাদ হোসেন, শহিদুল ইসলাম ও শাহীনুল আলম। প্রধান নির্বাচন কর্মকর্তার দায়ীত্ব পালন করেছেন, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সদস্য আব্দুল আজিজ। সহকারী নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়ীত্ব পালন করেছেন, রাজশাহী জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও বিভাগের সাধারণ সম্পাদক  এনএস আইনাল হক, রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক তছির আহম্মেদ, বাঘা উপজেলা দলিল লেখক সিমিতির সভাপতি জহুরুল ইসলাম স্বপনসহ বাগমারা উপজেলার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ