বাগমারায় নদী দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

আপডেট: ডিসেম্বর ৫, ২০১৬, ১২:০৯ পূর্বাহ্ণ

বাগমারা প্রতিনিধি



রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জে নদী দখল করে মার্কেট নির্মাণ শুরু করেছে দখলদাররা। কতিপয় দখলদার সম্প্রতি ভবানীগঞ্জ হাটের দক্ষিণ পার্শ্বের ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশের জায়গায় ফকিরনী নদীর মাঝখান থেকে আরসিসি পিলার তোলার জন্য ইতোমধ্যে গর্ত তৈরি ও সেখানে ইট বিছানোর কাজ শুরু করা হয়েছে। গর্ত সৃষ্টি ও মাটি ধ্বসে পড়ার ফলে পাশেই থাকা ব্রিজটি হুমকির মুখে পড়েছে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে পার্শ্ববর্তী বাসুপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন কিছু শ্রমিক লাগিয়ে এখানে গর্ত খননের কাজ শুরু করেন। তারা জানতে পেরেছেন সেখানে আরসিসি পিলার তৈরি করে বহুতল বিশিষ্ট মার্কেট নির্মাণ করা হবে। তবে জায়গাটিতে অধিক বালু মাটি থাকায় সেখানে গর্ত করার সঙ্গে সঙ্গে ধ্বসে পড়ে যাচ্ছে। ব্রিজ সংলগ্ন কয়েকজন দোকানী জানান, এখানকার বালু মাটিতে সামান্য গর্ত করার ফলে তা ধ্বসে পড়ে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। এভাবে গর্ত সৃষ্টি ও মাটি ধ্বসে পড়ার ফলে ব্রিজটি হুমকির মুখে পড়ে যাচ্ছে।
সিএনজি চালাক মাহাবুুর ও মতিন জানান, এই ব্রিজটি অল্প লোড বহন করার ব্রিজ। ভারী যানবাহন এর ওপর দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ। যে কারণে ব্রিজের উত্তর পাশে ব্রিজের মাঝখানে বড় যানবাহন চলাচল রোধ করার জন্য একটি ছোট আকারের পিলার তৈরি করা ছিল। সম্প্রতি কিছু বড় বড় যানবাহনের চালকরা ব্রিজটি ব্যবহারের জন্য ওই পিলারটি কৌশলে ভেঙে ফেলেছেন। ফলে এখন এই ব্রিজ দিয়ে দশ টন পনের টন ওজনের ট্রাক পারাপার হচ্ছে। অথচ এসব বড় যানবাহন চলাচলের জন্য মাত্র আধা কিলোমিটার দূরে দেওলা-সূর্যপাড়ায় একটি বেইলী ব্রিজ নির্মাণ করা হলেও সময় বাঁচাতে চালকরা ওই রাস্তা কমই ব্যবহার করেন। তাদের মতে এই ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলাচল করলে ভবানীগঞ্জ বাজারে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পথচারী এক কলেজ শিক্ষক বোরহান উদ্দিন জানান, ব্রিজটি এমনিতেই ঝুঁকিপূর্ণ তার ওপর ভারী যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এখন আবার দক্ষিণ পাশে গর্ত করায় সেখানে ব্রিজটি ভেঙে পড়ার ঝুঁকি দেখা দিয়েছে।
ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী দেওয়ান আবদুর রাজ্জাক জানান, উপজেলা প্রশাসনের নাকের ডগায় যেভাবে নদী দখল করে আরসিসি পিলার তৈরির কাজ চলছে তাতে তিনি হতবাক হয়েছেন। তিনি সহ অন্য ব্যবসায়ী স্থানীয় বাজারের লোকজন নদী দখল বন্ধে ও ব্রিজ রক্ষার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে আমজাদ হোসেনর ছেলে জাহাঙ্গীর আলম জায়গাটি তাদের দাবি করে বলেন, এখানে কোনোভাবে নদী দখল করা হয় নি। এমনকি সরকারও ব্রিজ নির্মাণে কোনো জমি অধিগ্রহণ করে নি।
যোগাযোগ করা হলে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার বলেন, আমি ঢাকায় প্রশিক্ষণে আছি। বিষয়টি দেখভাল করার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) জানিয়ে দিচ্ছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ