সোমবার, ২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত চেয়ারম্যান আলমগীর হোসেন সরকারের কাছে দায়ীত্ব অর্পণ করলেন সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মজিদ খাঁন। দায়িত্ব হস্তান্তরকালে পরিষদের হিসাবে ভবানীগঞ্জ সোনালী ব্যাংক শাখায় প্রায় সাতান্ন হাজার টাকা রেখে যান।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যানের কাছে যাবতীয় হিসাব নিকাশসহ দায়ীত্ব অর্পণ করলে নবনির্বাচিত চেয়ারম্যান আলমগীর হোসেন সরকার দায়িত্ব গ্রহণ করেন। দায়ীত্ব অর্পণের সময় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মজিদ খাঁন, নবনির্বাচিত চেয়ারম্যান আলমগীর হোসেন সরকারসহ সাবেক ও নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য, সংরক্ষিত নারী সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মজিদ খানের পাঁচ বছরের দায়িত্ব পালনের নানা সফল দিক উল্লেখ করে বক্তারা বলেন, একজন কলেজ শিক্ষক হিসেবে তিনি ২০০৪ সালে বাগমারা উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হন। তিনি চলতি বছরের ৪ জানুয়ারি তাহেরপুর বিশ্ববিদ্যালয় কলেজ হতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। এরপর শিক্ষার্থীদের আগ্রহের কারণে বর্তমানে কলেজ পরিচালনা পরিষদ তাকে আবারো খ-কালীন শিক্ষক হিসেবে নিয়োগদান করেন। তিনি বর্তমানে ওই কলেজেই শিক্ষকতা করছেন।