রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি:
রাজশাহী-৪ বাগমারা আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটার তালিকায় নারীর চেয়ে পুরুষ ভোটারের সংখ্যা বেশি। এছাড়াও এ আসনে তিনজন তৃতীয়লিঙ্গের ভোটার রয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বাগমারা আসনে উপজেলার দুই পৌরসভা ও ১৬টি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ৩০৬৩৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৫৩৮৪৯ এবং নারী ভোটারের সংখ্যা ১৫২৫০০ জন। নারীর চেয়ে এ আসনে পুরুষের ১৩৪৯ ভোট বেশি রয়েছে।
এছাড়াও এ আসনে ১২২টি ভোট কেন্দ্রের ৬৯৮টি স্থায়ী এবং ৪৯টি অস্থায়ী কক্ষসহ মোট ৭৪৭টি ভোট কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগমারায় নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটার কিছু বেশি রয়েছে।