সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় চতুর্থ দফায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় উপজেলার ৭৫জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের পাকাঘর দেয়া হয়েছে। বুধবার (২২মার্চ) সকাল ১০টার দিকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে ওই সমস্ত ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমির দলিল ও চাবি হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এফ, এম আবু সুফিয়ান।
অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম মাহমুদ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মমীন প্রমুখ।
প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ৭৫জন ভূমি ও গৃহহীন ব্যক্তির হাতে জমির দলিল এবং ঘরের চাবি তুলে দেন। এর আগে ১ম ধাপে উপজেলায় ১৭৫জন, ২য় ধাপে ৭৭জন, ৩য় ধাপে ১৬০জনসহ সর্বমোট উপজেলার মোট ৪৮৭জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের পাকাঘর প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ড. মুহাম্মদ আব্দুল মুমীত।
এদিকে অনুষ্ঠানে সুভিধাভোগীদের মধ্যে উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রামের দশমী রানী, শফিক প্রামানিক, বড়বিহানালী ইউনিয়নের জামেলা বেওয়া, আন্জুয়ারাসহ পাকাঘর প্রাপ্তরা জানান, তাদের থাকার মত কোন ঘর ছিল না। প্রধানমন্ত্রীর উপহারের পাকাঘর দেওয়ায় তারা নতুন পাকা ঘর পেয়ে অনেক খুশি হয়েছেন।