শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় তিনশ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোবববার বিকেলে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার গোডাউন মোড় থেকে ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী আয়নাল হোসেন (২৮) ও একই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে জামাল উদ্দীন (৩০)। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) রাজিব হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল আক্তারকে সঙ্গে উপজেলার মচমইল এলাকায় যায়। এরপর ভবানীগঞ্জ বাজারের গোডাউন মোড়ে অটোরিক্সাটি দেখতে পায় এবং ওই গাড়িটিকে তল্লাশী করে তিনটি ঝুড়িতে ফেন্সিডিলগুলো উদ্ধার করে। ওই সময় পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায় আম সাজানোর মতো করে তিনটি ঝুড়িতে করে তারা তিনশ বোতল ফেন্সিডিল সাজিয়ে নিয়ে ঢাকার উদ্দেশে নিয়ে যাবে বলে পুলিশকে জানায়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে দুই মাদক ব্যবসায়ীকে আসামি করে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে বাগমারা থানার ওসি তদন্ত আসাদুজ্জামান আসাদ বলেন, পুলিশ তিনশ বোতল ফিন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আজ সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হবে বলে তিনি জানান।