বাগমারায় বজ্রপাতে নারী নিহত

আপডেট: জুলাই ২৮, ২০১৭, ১২:৩৫ পূর্বাহ্ণ

বাগমারা প্রতিনিধি


রাজশাহীর বাগমারায় বজ্রপাতে এক নারী নিহত হয়েছে। নিহত নারীর নাম জাহানারা বেগম (৪৫)। তিনি উপজেলার গনিপুর ইউনিয়নের চকমহববতপুর গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী বলে স্থানীয়রা জানিয়েছেন।
এলাকার লোকজন জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জাহানারা বেগম বাড়ির পাশে দু’বিলায় গরু-ছাগলের জন্য ঘাস কাটতে যায়। এ সময় জাহানারা বেগমের পাশেই বজ্রপাত হলে সাথে সাথে জাহানারা বেগম মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এলাকার লোকজন জানার পর পরই ঘটনাস্থলে যান এবং জাহানারা বেগমকে মৃতাবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখতে পান। ঘটনাস্থলের লোকজন হৈ চৈ শুরু করলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জাহানারাকে মৃত দেখতে পান। পরে পরিবারের সদস্যরা নিহত জাহানারা বেগমের লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। নিহত জাহানারা বেগমের স্বামী ইয়াছিন আলী দীর্ঘদিন থেকে প্যারালাইসিস রোগে ভুগছেন। তিনি এক কন্যা সন্তানের জননী বলে এলাকার লোকজন জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ