রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌর বিএনপির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে দলীয় কার্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মকলেছুর রহমান ম-লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক সাংসদ এমএ গফুর। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান মুন্টু। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ আবদুস সোবহানের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্মসম্পাদক এসএম আশরাফুল ইসলাম (বার্ড), সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া, ভবানীগঞ্জ পৌর বিএনপি সভাপতি সাবেক মেয়র আবদুর রাজ্জাক প্রামানিক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশু, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাহিন, জেলা ছাত্রদল সভাপতি রেজাউল করিম টুটুল, উপজেলা বিএনপির সহসভাপতি মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক ইউসুফ আলী, গোলাম রাব্বানী সান্টু, মোস্তাফিজুর রহমান টুকু, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান অ্যাড. মনিরুজ্জামান রঞ্জু, মাহামুদুর রহমান মিলন, সাবেক চেয়ারম্যান আবদুল গাফ্ফার, উপজেলা যুবদল সভাপতি প্রভাষক কামাল হোসেন, পৌর যুবদলের সভাপতি শাহিনুর ইসলাম শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিল্লুর রহমান, সম্পাদক শাহাদত হোসেন, পৌর আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, যুগ্মআহ্বায়ক সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল, পৌর ছাত্রদল সভাপতি আতিকুর রহমান জজ, পৌর কৃষকদল সভাপতি সাইফুল ইসলাম বাবু প্রমুখ।