বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি
বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া মহল্লায় অভিযান চালিয়ে থানা পুলিশ একজন ইয়াবা সেবনকারীকে আটক করেছে। আটককৃত ইয়াবা সেবনকারী ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া মহল্লার আমজাদ হোসেনের ছেলে কাউসার রহমান (৩২)। পুলিশ আটককৃত কাউসার রহমানকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত মাদক সেবনের দায়ে কাউসার রহমানকে ৬ মাসের কারাদ- প্রদান করেন। ভ্রাম্যাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আলমগীর হোসেন। এব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার পরিদর্শক (ওসি) তদন্ত আসাদুজ্জামান আসাদ বলেন, মাদক সেবনের দায়ের কাউসার রহমান নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন।