মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের তক্তপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা,ভবানীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক মমিন উদ্দীন মৃধা (৬৯) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত শুক্রবার গভীর রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল শনিবার বাদ যোহর বীর মুক্তিযোদ্ধা মরহুম মমিন উদ্দীন মৃধার জানাজা শেষে রাষ্ট্রীয় মার্যদায় তক্তপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যদায় দাফনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন, ওসি সেলিম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহার আলী, ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার, সাংগঠনিক কমান্ডার ওয়াজেদ আলী, উপজেলা আ’লীগের সহসভাপতি ও মুক্তিযোদ্ধা মতিউর রহমান টুকু, ভবানীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাতেম আলী, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এরশাদ আলী, মাড়িয়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন প্রমুখ।