মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি
ভবানীগঞ্জ পৌর যুবদলের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে ভবানীগঞ্জ গোডাউন মোড় অস্থায়ী দলীয় কার্যালয়ে যুবদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ভবানীগঞ্জ গোডাউন মোড়ে কেক কেটে ও মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে নেতাকর্মীরা। ভবানীগঞ্জ পৌর যুবদলের সভাপতি শাহিনুর ইসলাম শাহিনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্মসম্পাদক মোস্তাফিজুর রহমান টুকু, বিএনপি নেতা মোজাম্মেল হক, ফরিদুল ইসলাম, আনিছুর রহমান দুদন, জেলা যুব দলের সদস্য মেজবাহুল হক দুলু, ভবানীগঞ্জ পৌর যুবদলের সহসভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবু, আহসান হাবীব, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, পৌর যুবদল নেতা টুকু, জালাল, আজাদ, জুয়েল, পৌর ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান জর্জ, ছাত্র নেতা সাগর, মাসুদ, মিলন, রুবেল, গাজী, বুলু প্রমূখ।