বাগমারায় শীতবস্ত্র বিতরণ

আপডেট: ডিসেম্বর ৩১, ২০১৬, ১২:২১ পূর্বাহ্ণ

বাগমারা প্রতিনিধি


বেসরকারি সংস্থা আলোর সন্ধানে গতকাল শুক্রবার সকালে বাগমারা উপজেলার দ্বীপপুর ইউনিয়নের হুলিখালী স্নেহনীড় কেজি স্কুল মাঠে শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। মিরপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সবুর মোল্লার সভাপতিত্বে ও আলোর সন্ধানের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দ্বীপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, মিরপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, মাষ্টার নায়েব আলী, স্নেহনীড়ের পরিচালক ইসহাক আলী মন্ডল, আলোর সন্ধানের প্রতিষ্ঠাতা পরিচালক আরমান হোসেন, আলোর সন্ধানের বাগমারার সভাপতি ফারুক হোসন ও উপদেষ্টা সাইদুর রহমান আকাশ। ২০১৩ সালে নওগাঁ সরকারি কলেজের ছাত্ররা বেসরকারি সংগঠন আলোর সন্ধানের প্রতিষ্ঠা করে। তখন থেকেই এই সংগঠনটি রাজশাহী ও নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার হতদরিদ্রদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আসছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ