বাগমারায় শীতবস্ত্র বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান

আপডেট: জানুয়ারি ৬, ২০১৭, ১১:৪৮ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি



বাগমারায় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাকিরুল ইসলাম সান্টু। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বড়বিহানালী ইউনিয়নের খালিশপুর গ্রামের জোবেদা হোসেন বৃদ্ধাশ্রমে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণে উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টুর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আবু জাফর মাস্টার, বড়বিহানালী ইউপি’র আ’লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, ইউপি সদস্য মোফাজ্জল হোসেন, আবু বাক্কার সিদ্দীক, সংরক্ষিত নারী সদস্য গোলজান বিবি, ওয়ার্ড আ’লীগের সভাপতি আবদুল করিম শেখ, সম্পাদক মাহাবুর রহমান বাচ্চু, সভাপতি আবদুল হামিদ, সম্পাদক আবদুর রাজ্জাক, সভাপতি ইসমাইল হোসেন, সম্পাদক রবিউল ইসলাম, আ’লীগ নেতা করিম বক্স, আজিজুর রহমান, শহীদুল ইসলাম সাবেক ইউপি সদস্য আবদুল জব্বার, যুবলীগ সভাপতি আসাদুল ইসলাম, যুবলীগ নেতা মাস্টার জালাল উদ্দীন, জাহিদুল ইসলাম বাবু, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সম্পাদক আবদুল মজিদ, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান প্রমুখ। শীতবস্ত্র বিতরণ শেষে জননেত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া কামনা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ