বাগমারায় সপ্তাহব্যাপি নতুন কারিকুলামের প্রশিক্ষণ সম্পন্ন

আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৩, ৯:৩৩ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি:


নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে ‘শিক্ষাক্রম বিস্তরন প্রশিক্ষণ’ কার্যকর করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় উপজেলায় সাত দিনব্যাপী প্রশিক্ষণ রোববার (২৪ডিসেম্বর) বিকালে সম্পন্ন হয়েছে। আগামী প্রজন্মকে দক্ষ অভিজ্ঞ জনশক্তিতে রুপান্তরিত করতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ৮ম-৯ম শ্রেণির নতুন কারিকুলামে উপজেলায় গত ১৮ ডিসেম্বর হতে ২৪ ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষণ তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। ১১টি বিষয় করে মোট শ্রেনিতে ২২টি বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হয়। বাগমারায় মাধ্যমিক স্তরের বিদ্যালয় ১০২টি, মাদ্রাসা ৪৪টি ও ১৪ কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৫০৮ জন শিক্ষক প্রশিক্ষণে অংশ নেয়। এতে ৫১ জন মাস্টার ট্রেইনার প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষনের সময় তদারকি করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মুকতাদির আহম্মদ ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার ড. আব্দুল মুমীত।

রোববার মাস্টার ট্রেইনার উপজেলা সদর ভবানীগঞ্জ সরকারী বালক বিদ্যালয়ের শিক্ষক আবু বাক্কার সিদ্দিক প্রশিক্ষণ সেশন শেষে প্রশিক্ষনার্থীদের বলেন, নিজ নিজ প্রতিষ্ঠানে গিয়ে যথাযথ পাঠদান ও শ্রেণি মূল্যায়ন করা হলে পরবর্তি প্রজন্ম উপযুক্ত, দক্ষ ও অভিজ্ঞ জনশক্তি রুপান্তরিত করা সম্ভব হবে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুকতাদির রহমান বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়নে জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে উপজেলার মাস্টার ট্রেইনারদের নিয়ে উপজেলার সরকারী উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ সরকারী বিশ^বিদ্যালয় ও ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসাসহ তিনটি ভেনুতে এক যোগে প্রশিক্ষণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ